বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৭০ পদে চাকরি, আবেদন করুন দ্রুত

প্রতীকী ছবি: প্রথম আলো

বিশ্বসাহিত্য কেন্দ্র একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সারা দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি পরিচালনার জন্য ৯ ক্যাটাগরির পদে ২৭০ কর্মী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ ও প্যানেল তৈরির জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছক পূরণ করে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: টিম ম্যানেজার বা মনিটরিং ম্যানেজার
পদসংখ্যা: ১৮
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বা সংশ্লিষ্ট কর্মসূচি পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন। ন্যূনতম তিন বছর টিম ম্যানেজমেন্ট বা লিডিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন। উচ্চ আইটি দক্ষতাসম্পন্ন। সমন্বয় ও যোগাযোগে দক্ষ হতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন; সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন–ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন

২. পদের নাম: এমআইএস ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি। ওয়েব বেজড এমআইএস সিস্টেম ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস ডিজাইন, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরিতে অভিজ্ঞ হতে হবে। নেটওয়ার্ক, পিএইচপি ফ্রেমের কাজ, ফ্রেমওয়ার্ক ব্যবস্থাপনা, পরিসংখ্যান ও রিপোর্ট তৈরীকরণ; ডায়নামিক ওয়েব ডিজাইন ও অ্যান্ড্রয়েড সিস্টেম-অ্যাপ তৈরির দক্ষতা থাকতে হবে। বেসিক হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিং, সাইবার নিরাপত্তাবিষয়ক দক্ষতা; বেসিক আইটি–বিষয়ক প্রশিক্ষণদানে দক্ষ হতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: ১৭২
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষ হতে হবে। মাঠপর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণে পারদর্শী; নিয়মিত [৬০% সময়] উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন; দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন

৪. পদের নাম: মনিটরিং অফিসার
পদসংখ্যা: ১১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষ হতে হবে। মাঠপর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণে পারদর্শী; নিয়মিত [৬০% সময়] উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন; দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

৫. পদের নাম: লজিস্টিকস অফিসার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো প্রতিষ্ঠানে লজিস্টিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ ও নেগোসিয়েশনে দক্ষ হতে হবে। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন

৬. পদের নাম: এমআইএস অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: ব্যবহারিক বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং ও এমআইএস সিস্টেমে জ্ঞানসম্পন্ন; মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজ এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামত বা আপডেটে দক্ষ; ইন্টারনেট নেটওয়ার্ক সেটআপ ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ ও দলগতভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

৭. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যারভিত্তিক অ্যাকাউন্টিং সিস্টেম পরিচালনায় দক্ষ এবং সরকারি আয়কর, ভ্যাট ও অন্যান্য আর্থিক ব্যয়-বিধি ও অডিট পদ্ধতি সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে। মাইক্রোসফট ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষতাসম্পন্ন; যোগাযোগে দক্ষ ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন

৮. পদের নাম: কর্মসূচি বা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি
পদসংখ্যা: ২৬
যোগ্যতা: এইচএসসি পাস। মাইক্রোসফট অফিস (ওয়ার্ড ও এক্সেল) ব্যবহারে দক্ষ; কম্পিউটারে বাংলা ও ইংরেজি কম্পোজে দক্ষ হতে হবে।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

৯. পদের নাম: কার্যসহকারী/এমএলএসএস/ক্লিনার/গার্ড
পদসংখ্যা: ৩২
যোগ্যতা: এসএসসি বা অষ্টম শ্রেণি পাস।
বেতন-ভাতা: কর্মসূচির বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন

বয়সসীমা

আবেদনের তারিখে ১ ও ২ নম্বর পদের প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছর। অন্যান্য পদের প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা বয়স শিথিল করা যেতে পারে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা সিভি পূরণ করে এই ঠিকানায় ই–মেইল করতে হবে। ফাইলটি অবশ্যই নিজের নামে এমএস ওয়ার্ড ফরম্যাটে হতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪।