সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি, বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা

মডেল: রবিউল হাসান, মোনালিসা মুন্নি ও নাহিদা আহমেদপ্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ১

যোগ্যতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা প্রতিরক্ষা/নিরাপত্তা বাহিনীর সমমর্যাদার পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা। যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছর নিরাপত্তা–সংক্রান্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ যেকোনো দুটিতে প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে।

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫০ বছর

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চাকরির নির্ধারিত ফরম পূরণ করে এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, একাডেমিক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, অবসর আদেশ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য যাচিত দলিলাদির সত্যায়িত অনুলিপি সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৫।

আরও পড়ুন