কেয়ার বাংলাদেশে চাকরি, বেতন ২ লাখ ১২ হাজার

ছবি: এআই জেনারেটেড

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ইউএসএআইডি বিজয়ী অ্যাকটিভিটি বিভাগে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: লিড-নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, কমিউনিকেশনস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নলেজ ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস, মিডিয়া এনগেজমেন্ট, ডোনার রিপোর্টিং ও ইভেন্ট ম্যানেজমেন্টে ৮ থেকে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইউএসএআইডির অর্থায়নে একই ধরনের কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ ইংরেজিতে উপস্থাপনায় পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাকসেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ক্যানভা, অ্যাডোব প্রিমিয়ার ও অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে। পিআর ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট ও মেন্টরশিপে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল: কেয়ার বাংলাদেশ ঢাকা অফিস

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

আরও পড়ুন

বেতন-ভাতা: মাসিক বেতন ২,১২,৬২৩ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মজীবী মায়ের জন্য সুযোগ ও ডে-কেয়ারের সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুন