বেসরকারি ব্যাংকে স্নাতক অথবা স্নাতকোত্তরে আবেদন, কর্মস্থল কুমিল্লা ও সিলেট

মডেল: মেঘা খেতানছবি: খালেদ সরকার

বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম বেসরকারি এই ব্যাংক ডিসবার্সমেন্ট অ্যান্ড ক্লোজিং, আরওসি অপারেশনস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার। ২৩ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কেউ চাকরি পেলে কর্মস্থল হলে কুমিল্লা ও সিলেটে।

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, (ডিসবার্সমেন্ট অ্যান্ড ক্লোজিং, আরওসি অপারেশনস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

আরও পড়ুন

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীর।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনপদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে হবে চাকরিপ্রত্যাশী প্রার্থীদের।

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৫।