ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নেবে অতিথি প্রশিক্ষক

প্রতীকী ছবি: প্রথম আলো

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অতিথি প্রশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ প্রতিষ্ঠানে বাগেরহাটে পরিচালিত স্বল্পমেয়াদি (৩৬০ ঘণ্টা) কোর্সে দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে অতিথি প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: অতিথি প্রশিক্ষক
    পদসংখ্যা:
    বিভাগ ও পদসংখ্যা: ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনে একটি, মেশিন শপ প্র্যাকটিসে একটি ও আইটি সাপোর্ট সার্ভিসে একটি।
    যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংসহ শিল্পকারখানায় সংশ্লিষ্ট কাজের ৫ বছরের অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় কর্মরত মাস্টার ক্রাফটসম্যান/ফোরম্যান হিসেবে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিল্পকারখানায় ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
    বয়সসীমা: ৩৫ বছর
    বেতন: প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি কার্যদিবসে ১ হাজার ২০০ টাকা হারে মাসিক কার্যদিবস ২৩ দিন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের লিখিত দরখাস্ত জীবনবৃত্তান্তসহ, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ অধ্যক্ষ বরাবর ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চিতলী, বৈটপুর, বাগেরহাট।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২।