ইউনিলিভারে চাকরি, ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক হলেই আবেদন
ইউনিলিভার বাংলাদেশ শূন্য পদে লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের আইটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম হেড অব আইটি। তবে এ পদের জন্য কতজন নিয়োগ পাবেন, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদনের যোগ্যতা
ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অটোমেশন, ট্রান্সফরমেশন, আইটি বিজনেস, আইটি সার্ভিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। বিভিন্ন প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন।humanresources.uhl@unilever.com—এই ঠিকানায় আবেদন করা যাবে।
বেতন ও সুযোগ–সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের বেতন নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও মিলবে।
আবেদনের শেষ তারিখ
১ সেপ্টেম্বর ২০২১