কারিগরি বোর্ডের ২০ ক্যাটাগরির পদের পরীক্ষা ১ জানুয়ারি

কারিগরি শিক্ষা বোর্ডের ২০ ক্যাটাগরির পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মচারী ক্যাটাগরিতে এবং বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মকর্তা ক্যাটাগরির পদগুলোর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
যেসব প্রার্থী ম্যানুয়ালি আবেদন করেছেন, তাঁদের ডাকযোগে পাঠানো প্রবেশপত্র নিয়ে এবং টেলিটকের মধ্যেমে আবেদন করা প্রার্থীদের http://bteb.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিয়োগের লিখিত পরীক্ষা দিতে আসতে হবে।

একই সঙ্গে লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। ১ জানুয়ারি দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কর্মচারী ক্যাটাগরিতে উচ্চমান সহকারী, ক্যাটালগার বা রেকর্ডকিপার, ভান্ডার রক্ষক, উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর, ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, অফসেট প্রেস মেকার, রিসিপশনিস্ট, গাড়িচালক, অফিস অ্যাটেনডেন্ট, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার ল্যাব অ্যাটেনডেন্ট ও এমএলএসএস পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মকর্তা ক্যাটাগরিতে নিবন্ধন কর্মকর্তা, সহকারী পরিচালক (প্রকাশনা), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী বিশেষজ্ঞ, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার, সেকশন অফিসার ও প্রুফ রিডার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

কারিগরি বোর্ডের ২০ ক্যাটাগরির পদের পরীক্ষা ১ জানুয়ারি.pdf