গণপূর্ত অধিদপ্তর নেবে ১৬৯ জন, আবেদন শেষ ১০ ডিসেম্বরে

বাংলাদেশ সরকার

গণপূর্ত অধিদপ্তরের ৬টি পদে ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫ মার্চে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এ বছর ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তই বহাল রেখেছে গণপূর্ত অধিদপ্তর। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর। এ বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা http://pwd.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে যেকোনো পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।