ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির নিয়োগ পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগসংক্রান্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার (৩১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনিবার্য কারণে সিপিপির নিয়োগসংক্রান্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে যথাসময়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে।

জুনিয়র সহকারী পরিচালক, বেতার প্রকৌশলী, আউট বোর্ড প্রকৌশলী, রেডিও টেকনিশিয়ান, স্টোর কিপার, স্টেনো টাইপিস্ট, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, সহকারী কাম রেডিও অপারেটর, রেডিও ওয়ার্কশপ সহকারী, হিসাব সহকারী কাম টাইপিস্ট, মাস্ট ক্লাইমার, জিপ ড্রাইভার, স্পিড বোট ড্রাইভার, অফিস পিয়ন, এমসিজি, নৈশপ্রহরী, সুইপার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের ৬ এপ্রিলের অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষাও স্থগিত করে পিএসসি। আর গত সোমবার পিএসসির বিশেষ সভায় ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া তিতাস গ্যাস ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কয়েকটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।