চাকরির সুযোগ বিনায়

ছবি: প্রতীকী

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) শূন্য পদসমূহে সরকারি বিধি মোতাবেক জনবল নিয়োগ দেওয়া হবে। ‘বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে মোট ১৫ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন বরতে চাইলে প্রার্থীকে স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃষি/কৃষি প্রকৌশল/কৃষি অর্থনীতি/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ফলিত পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে।

বেতন-ভাতা

বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্তরা ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন-ভাতা পাবেন।

আবেদনের পদ্ধতি

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে http://bina.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

চাকরিপ্রত্যাশীরা পদটিতে আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত।

চাকরির বিস্তারিত দেখুন এখানে