ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চাকরির পরীক্ষার সময়সূচির পরিবর্তন করা হয়েছে। ৭ আগস্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ প্রবেশপত্র ৮ আগস্ট থেকে http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কক্ষভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার, লেজার কিপার ও রেন্ট অ্যাসিসট্যান্টের পরীক্ষা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার এবং লেজার কিপার পদের পরীক্ষা হবে। একই দিন বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রেন্ট অ্যাসিসট্যান্ট পদে পরীক্ষা হবে।

অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই–মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।