দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৪০ জনের চাকরির সুযোগ

বাংলাদেশ সরকার
ছবি: প্রতীকী

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সম্প্রতি ১টি পদে লোকবল নিয়োগে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪০ জন নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু হয়েছে গত ৩০ ডিসেম্বর থেকে। আবেদন চলবে এক মাস ধরে।
নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা
নাম:
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৪০টি
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিট কমপক্ষে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে

আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৫.১২.২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://ddmr.teletalk.com.bd/) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩০ জানুয়ারি ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।