ধান গবেষণা ইনস্টিটিউট নেবে বৈজ্ঞানিক কর্মকর্তা  

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি ২ টি পদে ৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাস্তবায়নাধীন ৫ বছর মেয়াদি (১.০৯.২০২০ থেকে ৩০.০৮.২০২৫ পর্যন্ত) একটি প্রকল্পের জন্য অস্থায়ী ভিত্তিতে এই ৫ বৈজ্ঞানিক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। প্রকল্পের প্রস্তাব অনুযায়ী উদ্ভিদ প্রজনন বিভাগ, ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ ও হাওর অঞ্চলের প্রকল্প সাইট অফিসের জন্য বৈজ্ঞানিক কর্মকর্তারা নিয়োগ পাবেন।  

আবেদনের নিয়ম ও যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত বিজ্ঞপ্তিতে আছে। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।

বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ প্রজনন) পদে একজনকে নেওয়া হবে। সাকুল্য বেতন ৪০ হাজার টাকা। বছরের বেতনের সমপরিমাণ দুইটি উৎসব ভাতা পাবেন নিয়োগ পাওয়া ব্যক্তি। এ ছাড়া সাকুল্য বেতনের শতকরা ২০ ভাগের সমমান একটি বৈশাখী ভাতাও দেওয়া হবে।

বৈজ্ঞানিক সহকারী (উদ্ভিদ প্রজনন) পদে ৪ জনকে নেওয়া হবে। সাকুল্য বেতন ২০ হাজার টাকা। বছরের বেতনের সমপরিমাণ দুইটি উৎসব ভাতা পাবেন নিয়োগ পাওয়া ব্যক্তি। এ ছাড়া সাকুল্য বেতনের শতকরা ২০ ভাগের সমমান একটি বৈশাখী ভাতাও দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে