পিএসসির নবনিযুক্ত সদস্যের শপথ গ্রহণ

পিএসসির সদস্য হিসেবে মো. শামীম আহসানকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাজেস লাউঞ্জ, সুপ্রিম কোর্ট, ঢাকা, ৪ অক্টোবর।
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. শামীম আহসান। গত রোববার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শামীম আহসানকে শপথ পড়ান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, পিএসপির সদস্য, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর পররাষ্ট্রবিষয়ক ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহসান ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দর্শনার্থী বহিতে তাঁর অনুভূতি লিপিবদ্ধ করেন।

সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. শামীম আহসানকে নিয়োগ দিয়েছেন জানিয়ে ২৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন। বিজ্ঞপ্তি