প্রবাসী কল্যাণ ব্যাংকের ২৭৯ পদে আবেদনের সময় বাড়ল

প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসী কল্যাণ ব্যাংকের চাকরিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অনলাইনে পদগুলোর আবেদনে শেষ সময় ছিল ২১ জানুয়ারি। সেটি এক সপ্তাহ বাড়িয়ে ২৮ জানুয়ারি আবেদনের শেষ সময় করা হয়েছে। ২৭৯ জনকে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ৪ জানুয়ারি থেকে। এখন চাকরি প্রত্যাশীরা ২৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।  

পদের নাম: সিনিয়র অফিসার
পদসংখ্যা: ৮১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা

পদের নাম: অফিসার (সাধারণ)
পদসংখ্যা: ১১২টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা
পদের নাম: অফিসার (ক্যাশ)
পদসংখ্যা: ৮৬টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা
আবেদন ফি: ২০০ টাকা।

আরও পড়ুন

চাকরি আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। তাই সরকার চাকরির আবেদনের জন্য বয়স কমিয়ে দেয় সরকার। গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে প্রবাসী ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।