বাংলাদেশ ব্যাংকের ডেটা এন্ট্রি পদের পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (জেনারেল) পদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রবেশপত্র ডাউনলোডকারী মোট ২২ হাজার ২৪৬ জন প্রার্থীর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর রাজধানীর ৬টি কেন্দ্রে দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

পরীক্ষার হলে প্রবেশপত্রের একটি কপি ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষার জন্য আগত প্রার্থীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারেন (https://erecruitment.bb.org.bd/openpdf.php) এ লিংকে