বিআইডব্লিউটিএ নেবে ৬৪ জন

বাংলাদেশ সরকার
ছবি: প্রতীকী

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১০ পদে মোট ৬৪ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী কার্টোগ্রাফার ১ জন, সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন) ২, মাস্টার পাইলট ৪, নিম্নমান সহকারী ৬, ইলেকট্রিশিয়ান ২, গ্রিজার ১১, তোপাষ ১১, অফিস সহায়ক ৬, টার্মিনাল/নিরাপত্তাপ্রহরী ১৩, ঝাড়ুদার/পরিচ্ছন্নতাকর্মী ৮ জনসহ মোট ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর/এইচএসসি/এসএসসি/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। কিছু কিছু পদের জন্য কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা

সহকারী কার্টোগ্রাফার, সহকারী তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন), মাস্টার পাইলট, নিম্নমান সহকারী, ইলেকট্রিশিয়ান, গ্রিজার, তোপাষ, অফিস সহায়ক, টার্মিনাল/নিরাপত্তাপ্রহরী, ঝাড়ুদার/পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ পেলে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা পাবেন।

আবেদনের নিয়ম

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে www.jobsbiwta.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

চাকরিপ্রত্যাশীরা পদগুলোয় আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত।