বুয়েট নেবে ২৬ জন, আবেদনের সময় আবার বাড়ল

বুয়েট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) গত ২১ মার্চ প্রকাশিত শিক্ষক নিয়োগের আবেদনের সময় আবারও বাড়িয়েছে। সংশোধনী  বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ পদে ২৬ জন লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের শেষ সময় ছিল ১১ এপ্রিল। তবে অনিবার্য কারণে আবেদনের সময় ১৫ দিন বাড়িয়ে ২৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। আবার দ্বিতীয় দফায় আবেদনের সময় বাড়িয়ে করা হয়েছে আগামী ৯ মে।

সংশোধনী বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বের বিজ্ঞপ্তির অন্যসব বিষয় ও শর্তাদি অপরিবর্তিত থাকবে।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।

বিভাগের নাম: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং
পদের নাম: অধ্যাপক ও লেকচারার
পদের সংখ্যা: ৬

বিভাগের নাম: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
পদের নাম: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার
পদের সংখ্যা: ৬

বিভাগের নাম: বুয়েট জিডপাস
পদের নাম: সহকারী অধ্যাপক
পদের সংখ্যা: ২

বিভাগের নাম: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল
পদের নাম: লেকচারার
পদের সংখ্যা: ৩

বিভাগের নাম: পুরকৌশল
পদের নাম: লেকচারার
পদের সংখ্যা: ৪

বিভাগের নাম: পদার্থবিজ্ঞান
পদের নাম: লেকচারার
পদের সংখ্যা: ১

বিভাগের নাম: পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগ
পদের নাম: লেকচারার
পদের সংখ্যা: ১

বিভাগের নাম: দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট
পদের নাম: লেকচারার
পদের সংখ্যা: ১

বিভাগের নাম: ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি
পদের নাম: গবেষণা লেকচারার
পদের সংখ্যা: ২

আবেদন

আগ্রহীরা http://regoffice.buet.ac.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৯ মে, ২০২১ পর্যন্ত।

**চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে