বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৭০,০০০

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি প্রজেক্ট কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ডাকযোগে বা সরাসরিও আবেদন পাঠানো যাবে।

  • পদের নাম: প্রজেক্ট কো–অর্ডিনেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গভর্ন্যান্স, রাইটস, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনসংক্রান্ত কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট লেখা ও ডকুমেন্টশনে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্য, এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দুই বছর দুই মাস)
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬৮,০০০–৭০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সর্বশেষ সনদের ফটোকপি, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সিভিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠানো যাবে।

সিভিসহ আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ডেপুটি ডিরেক্টর, অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিভিশন, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩ বি, ব্লক–বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা–১২০৭।

আবেদন পাঠানোর শেষ সময়: ৩০ মে ২০২২।