ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে অন্তত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনাসংক্রান্ত পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতার বিবরণ, বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে লেটার অব ইন্টারেস্টসহ সিভি এই [email protected] ই–মেইল ঠিকানায় মেইল করতে হবে।
ব্র্যাকের কর্মী প্রার্থীদের ব্র্যাক পিনসহ জব অ্যাসাইনমেন্টের বিস্তারিত তথ্য ও সিভি এই [email protected] ই–মেইল ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম AD# BI 19/22 উল্লেখ করতে হবে। এর আগে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২২।