ভারতের স্টেট ব্যাংকে বাংলাদেশিদের চাকরির সুযোগ
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ শাখার জন্য লোকবল নিযোগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম অফিসার, ট্রেজারি অফিস। তবে এ পদে কতজন নেওয়া হবে তা নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা। এ বছরের ১ জুলাই বয়সসীমা ৩৮ বছর। ফরেন এক্সচেঞ্জ, ক্রেডিট ও ট্রেজারিবিষয়ক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
বেতন ও সুযোগ–সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২১