মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান নেবে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থী ৮ আগস্ট থেকে ৩০ আগস্টের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার। পদসংখ্যা ৫টি। চাকরির গ্রেড ৪। বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে মহাকাশবিজ্ঞান অথবা রিমোট স্পেসিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ সরকারি, স্বায়ত্তশাসিত বা অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থায় প্রথম শ্রেণির চাকরিতে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বয়স

২০২১ সালের ২৯ জুলাই প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৩ বছর হতে হবে। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

চেয়ারম্যান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
* বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।