রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ‘ডেটা এন্ট্রি সুপারভাইজার’ পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে কাগজপত্র জমা দিতে বলেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। এর সঙ্গে মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ‘ডেটা এন্ট্রি সুপারভাইজার’ পদে ব্যবহারিক পরীক্ষা হয় ৭ নভেম্বর। উত্তীর্ণ ১৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ৩০ নভেম্বরে বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে (৫ম তলা) অনুষ্ঠিত হবে। রোল নম্বরগুলো হলো ২০০২, ২০২১, ২০৩২, ২০৪০, ২০৪৬, ২০৬১, ২০৭৯, ২০৮৯, ২০৯৭, ২১১২, ২১৫১, ২১৭৫, ২১৯৫, ২২০২ ও ২২০৬।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তবে মৌখিক পরীক্ষার সময় এর আগে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রার্থীদের দলিলাদির চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের জন্য করণীয় https://erecruitment.bb.org.bd/career–তে বিস্তারিত আছে।

বিশেষ দ্রষ্টব্য

  • প্রকাশিত ফলাফল কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার ব্যাংকার্স সিলেকশন কমিটি সংরক্ষণ করে।

  • প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার ব্যাংকার্স সিলেকশন কমিটি সংরক্ষণ করে।

  • মৌখিক পরীক্ষা চলাকালে প্রার্থীদের সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পরিধান ব্যতিরেকে কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।