শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি, আবেদনের সুযোগ সব জেলার প্রার্থীর

প্রতীকী ছবি
ছবি: চাকরি-বাকরি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে রাজস্ব খাতভুক্ত দুটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে।

পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর–৪৪ (২য় তলা), সড়ক নম্বর-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ: ১৬ জানুয়ারি, ২০২২।

বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।