মৌখিক পরীক্ষা ২৩ অক্টোবর শুরু, লাগবে করোনা পরীক্ষার রিপোর্ট

প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ নিয়োগের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। ত্রয়োদশ বিজেএস পরীক্ষার লিখিত পর্বে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু ২৩ অক্টোবর থেকে। পরীক্ষা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রার্থীদের অবশ্যই করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষা করতে হবে। কোভিড-১৯ নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। কোনো প্রার্থীর কোভিড-১৯ পজিটিভ হলে তা আগেই জানাতে হবে। সে ক্ষেত্রে আক্রান্ত প্রার্থীর জন্য পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে জুডিশিয়াল সার্ভিস কমিশন।