সোনালী ও জনতা ব্যাংকে ১৫৭ ‘অফিসার-আইটি’র মৌখিক পরীক্ষাসূচি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

সোনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেডের ‘অফিসার-আইটি’র ১৫৭টি শূন্য পদের অনলাইন আবেদনের সমর্থনে কাগজপত্র জমা এবং মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করছে ব্যাংকার্স সিলেকশন কমিটি বিএসসি।

২০১৮ সালভিত্তিক ‘অফিসার-আইটি’র ১৫৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ২০ অক্টোবরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর থেকে। মৌখিক পরীক্ষা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেল পৌনে ৪টায় মৌখিক পরীক্ষা শুরু হবে।

২২ নভেম্বরে ৪৫ জন, ২৩ নভেম্বর ৪৫ জন, ২৪ নভেম্বরে ৪৫ জন, ২৫ নভেম্বরে ৪৫ জন, ২৬ নভেম্বরে ৪৫ জন, ২৯ নভেম্বরে ৪৫ জন, ৩০ নভেম্বরে ৪৫ জন, ১ ডিসেম্বর ৪৫ জন, ২ ডিসেম্বর ৪২ জন, ৩ ডিসেম্বর ৪২ জন, ৬ ডিসেম্বর ৪২ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত প্রার্থী তালিকা (রোল নম্বর), মৌখিক পরীক্ষার সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করবে বিএসসি। প্রার্থী কর্তৃক দাখিল করা অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসি সংরক্ষণ করে।

মাস্ক না পরলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হবে না বলে বিএসসি জানিয়েছে।