সোনালী ও বিডিবিএলের সিনিয়র অফিসারের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার (আইটি)’–এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালভিত্তিক ৩৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ৩ নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বরে ৪২ জনের, ১৪ ডিসেম্বরে ৪২ জনের, ১৫ ডিসেম্বরে ৪২ জনের ও ১৭ ডিসেম্বরে ৪১ জনের মৌখিক পরীক্ষা হবে। প্রতিদিন বেলা ২টার সময় শুরু হবে মৌখিক পরীক্ষা।

১৩ ডিসেম্বরের মৌখিক পরীক্ষার রোল নম্বরগুলো হলো—৩০০৯২, ৩০০৯৩, ৩০১২২, ৩০১৬৩, ৩০২৫০, ৩০২৫১, ৩০২৯৫, ৩০৩৫১, ৩০৩৭৪, ৩০৪১২, ৩০৪৩০, ৩০৪৫৯, ৩০৪৬২, ৩০৫৫২, ৩০৫৭০, ৩০৬৩২, ৩০৭৫৮, ৩০৭৬৫, ৩০৮০৪, ৩০৮৩৮, ৩০৮৫০, ৩০৮৫৩, ৩০৯০০, ৩০৯০৬, ৩০৯৫০, ৩১০০০, ৩১০৩৪, ৩১০৫৬, ৩১০৮১, ৩১১০৩, ৩১১০৮, ৩১১৬৩, ৩১২০৪, ৩১২৫৫, ৩১৩৫৫, ৩১৪৪২, ৩১৪৭১, ৩১৪৮৯, ৩১৫১৬, ৩১৫৩৯, ৩১৫৪৮, ৩১৬৩৮।

১৪ ডিসেম্বরের মৌখিক পরীক্ষার রোল নম্বরগুলো হলো—৩১৬৮০, ৩১৭১০, ৩১৭৫৬, ৩১৭৭৩, ৩১৭৯৮, ৩১৮১২, ৩১৮৫৬, ৩১৮৯৭, ৩১৯৬৩, ৩১৯৬৯, ৩২০০৯, ৩২০৯৬, ৩২১৯৭, ৩২২৩৩, ৩২২৭০, ৩২৩০৩, ৩২৩৩৯, ৩২৩৬৯, ৩২৩৮৩, ৩২৪০৫, ৩২৪৪০, ৩২৪৭৭, ৩২৪৮৪, ৩২৫০৩, ৩২৫১৭, ৩২৬১৩, ৩২৭২৪, ৩২৮২৩, ৩২৮২৪, ৩২৮৬৫, ৩২৮৯৪, ৩২৮৯৫, ৩২৯৮৮, ৩৩০০৬, ৩৩০৪১, ৩৩০৪২, ৩৩০৮৩, ৩৩০৯১, ৩৩১০৪, ৩৩১৩০, ৩৩১৩১, ৩৩১৫২।

১৫ ডিসেম্বরের মৌখিক পরীক্ষার রোল নম্বরগুলো হলো—৩৩২৪৪, ৩৩২৭১, ৩৩২৭৯, ৩৩৩০৬, ৩৩৩৫৮, ৩৩৩৬০, ৩৩৩৬১, ৩৩৩৭৪, ৩৩৩৯৪, ৩৩৪৪১, ৩৩৪৪৯, ৩৩৪৬২, ৩৩৪৭৮, ৩৩৪৭৯, ৩৩৫৩২, ৩৩৫৪০, ৩৩৫৪৭, ৩৩৫৫৯, ৩৩৫৬২, ৩৩৫৬৪, ৩৩৬৩৭, ৩৩৬৭০, ৩৩৬৭৬, ৩৩৮০৫, ৩৩৮৭০, ৩৩৮৭৮, ৩৩৯৩৩, ৩৩৯৫২, ৩৩৯৭৪, ৩৩৯৯০, ৩৩৯৯৪, ৩৪০১২, ৩৪০৪৩, ৩৪০৪৫, ৩৪১৬৩, ৩৪২৯৫, ৩৪৩৩৩, ৩৪৩৭১, ৩৪৩৭৩, ৩৪৪২৭, ৩৪৪৫৫, ৩৪৪৮৯।
১৭ ডিসেম্বরের মৌখিক পরীক্ষার রোল নম্বরগুলো হলো—৩৪৫০১, ৩৪৫২৩, ৩৪৫২৭, ৩৪৫৩৫, ৩৪৫৭৩, ৩৪৫৮১, ৩৪৫৮৫, ৩৪৬০৫, ৩৪৬৯৫, ৩৪৭০১, ৩৪৭৯১, ৩৪৮০১, ৩৪৮৪৩, ৩৪৮৫৯, ৩৪৮৭৮, ৩৪৮৯৩, ৩৪৯০১, ৩৪৯৯৭, ৩৫০০৩, ৩৫০৭৯, ৩৫১২৩, ৩৫১২৪, ৩৫২০৪, ৩৫২৩৫, ৩৫২৫৭, ৩৫২৯৬, ৩৫৩০৯, ৩৫৩২২, ৩৫৩২৭, ৩৫৩৯০, ৩৫৪২৫, ৩৫৪৩৫, ৩৫৪৯৩, ৩৫৪৯৯, ৩৫৫১৩, ৩৫৫১৮, ৩৫৫২১, ৩৫৫৫৩, ৩৫৫৬০, ৩৫৬০৪, ৩৫৬৩১।

বিশেষ দ্রষ্টব্য—

*প্রকাশিত প্রার্থীতালিকা (রোল নম্বর), মৌখিক পরীক্ষার সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসিএস সংরক্ষণ করে।

*প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে।

*মাস্ক না পরলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।