৪ প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের লিখিত পরীক্ষা ২৮ অক্টোবর

সমন্বিত চার প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)’ পদে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নেবেন ৪০৩ জন প্রার্থী।
রোল নম্বরগুলো হলো ১০০৬, ১০১৩, ১০১৬, ১০১৭, ১০১৮, ১০২৩, ১০২৪, ১০২৯, ১০৩৫, ১০৪২, ১০৪৬, ১০৪৮, ১০৬৮, ১০৭৫, ১০৭৮, ১০৮৫, ১০৯১, ১০৯৬, ১০৯৭, ১১০৮, ১১১০,১১১১, ১১১২, ১১২০, ১১২৩, ১১২৪, ১১২৯, ১১৩৬, ১১৩৭, ১১৬১, ১১৭৩, ১১৮০, ১১৮৩, ১১৯১, ১১৯৮, ১১৯৯, ১২০২, ১২১১, ১২১৮, ১২২৩, ১২২৪, ১২২৯, ১২৩১, ১২৪৫, ১২৪৮, ১২৫৫, ১২৫৬, ১২৬২, ১২৬৬, ১২৭৭, ১২৮২, ১২৮৪, ১২৮৬, ১২৮৮, ১২৯৩, ১২৯৮, ১৩০২, ১৩০৩, ১৩০৫, ১৩১৪, ১৩১৯, ১৩২১, ১৩২৩, ১৩২৭, ১৩৩১, ১৩৩৪, ১৩৩৮, ১৩৪০, ১৩৪১, ১৩৪৬, ১৩৪৭, ১৩৫৩, ১৩৫৯, ১৩৬৩, ১৩৬৫, ১৩৯৩, ১৩৯৬, ১৩৯৭, ১৪২৩, ১৪২৭, ১৪৪২, ১৪৫৪, ১৪৫৭, ১৪৬০, ১৪৬৭, ১৪৭১, ১৪৭৪, ১৪৭৯, ১৪৮৯, ১৪৯১, ১৫০৫, ১৫০৬, ১৫১৬, ১৫২৮, ১৫৩০, ১৫৩২, ১৫৩৪, ১৫৩৬, ১৫৩৮, ১৫৪৫, ১৫৫২, ১৫৫৭, ১৫৫৮, ১৫৬১, ১৫৬৪, ১৫৭৫, ১৫৮৬, ১৫৯৯, ১৬০৩, ১৬১৪, ১৬৪০, ১৬৪৭, ১৬৪৯, ১৬৬১, ১৬৬৫, ১৬৬৬, ১৬৬৮, ১৬৭৪, ১৬৭৬, ১৬৭৯, ১৬৮৫, ১৭০৮, ১৭০৯, ১৭১০, ১৭১৩, ১৭২২, ১৭৩৪, ১৭৩৫, ১৭৪০, ১৭৪৬, ১৭৫৬, ১৭৫৮, ১৭৮০, ১৭৯৭, ১৮০৫, ১৮১৬, ১৮২৯, ১৮৩৩, ১৮৪২, ১৮৫৭, ১৮৬০, ১৮৬৩, ১৮৬৮, ১৮৬৯, ১৮৭৭, ১৮৮৩, ১৮৮৯, ১৮৯১, ১৮৯২, ১৮৯৩, ১৮৯৬, ১৮৯৮, ১৯০৮, ১৯১৫, ১৯১৯, ১৯২২, ১৯২৪, ১৯৪৭, ১৯৫৫, ১৯৬৪, ১৯৭১, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৯, ১৯৯০, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭, ২০০১, ২০০৬, ২০০৮, ২০৩৩, ২০৪১, ২০৪২, ২০৪৪, ২০৪৫, ২০৪৭, ২০৫২, ২০৫৩, ২০৫৬, ২০৬৮, ২০৬৯, ২০৭১, ২০৭৫, ২০৭৭, ২০৮৭, ২০৯৬, ২০৯৭, ২০৯৯, ২১০০, ২১০১, ২১০২, ২১০৬, ২১১৫, ২১১৮, ২১২৪, ২১৩২, ২১৩৯, ২১৪১, ২১৬১, ২১৬৩, ২১৬৫, ২১৬৭, ২১৮১, ২১৯৫, ২২০৯, ২২১৯, ২২৩৮, ২২৪০, ২২৪৪, ২২৪৮, ২২৫২, ২২৭২, ২২৮০, ২২৮২, ২২৮৩, ২২৮৬, ২২৯৮, ২৩০১, ২৩০৭, ২৩১০, ২৩১৭, ২৩১৮, ২৩১৯, ২৩৩৯, ২৩৪৮, ২৩৫৬, ২৩৬৩, ২৩৬৮, ২৩৭৪, ২৩৭৬, ২৪০০, ২৪১৩, ২৪১৪, ২৪১৬, ২৪২২, ২৪২৩, ২৪২৭, ২৪২৮, ২৪৩০, ২৪৪১, ২৪৪৮, ২৪৫০, ২৪৬৩, ২৪৬৪, ২৪৭৩, ২৪৭৫, ২৪৮৩, ২৪৮৪, ২৪৯০, ২৪৯৬, ২৫০২, ২৫১৫, ২৫১৯, ২৫২০, ২৫২১, ২৫২৮, ২৫২৯, ২৫৩০, ২৫৩৪, ২৫৩৫, ২৫৪২, ২৫৪৭, ২৫৫২, ২৫৫৩, ২৫৫৬, ২৫৬৩, ২৫৬৫, ২৫৬৮, ২৫৭৮, ২৫৮০, ২৫৮৬, ২৫৮৭, ২৫৮৮, ২৫৯৭, ২৬০৩, ২৬১০, ২৬২২, ২৬২৪, ২৬২৬, ২৬৩০, ২৬৩১, ২৬৩৮, ২৬৩৯, ২৬৪৪, ২৬৪৯, ২৬৫২, ২৬৬৪, ২৬৬৮, ২৬৬৯, ২৬৭৩, ২৬৭৫, ২৬৮৪, ২৬৮৫, ২৬৯৪, ২৬৯৯, ২৭০২, ২৭০৭, ২৭০৮, ২৭১৬, ২৭১৮, ২৭২৪, ২৭২৭, ২৭৩৭, ২৭৩৮, ২৭৩৯, ২৭৪৭, ২৭৫১, ২৭৫৩, ২৭৫৯, ২৭৬৭, ২৭৭২, ২৭৮০, ২৭৯৯, ২৮০৩, ২৮০৯, ২৮২০, ২৮২৩, ২৮২৭, ২৮২৮, ২৮৩৫, ২৮৩৭, ২৮৪১, ২৮৫১, ২৮৬০, ২৮৬১, ২৮৬২, ২৮৬৩, ২৮৬৬, ২৮৬৯, ২৮৮৫, ২৮৮৭, ২৮৯৫, ২৮৯৭, ২৯০৫, ২৯০৭, ২৯২৮, ২৯৩৪, ২৯৪৪, ২৯৫৩, ২৯৫৮, ২৯৫৯, ২৯৬৯, ২৯৭৭, ২৯৮০, ২৯৮১, ২৯৯১, ৩০০০, ৩০০৮, ৩০১৩, ৩০২০, ৩০৩৪, ৩০৩৬, ৩০৪০, ৩০৪৯, ৩০৫৫, ৩০৫৬, ৩০৫৮, ৩০৫৯, ৩০৬৭, ৩০৭৫, ৩০৭৬, ৩০৮৫, ৩০৮৮, ৩০৯৩, ৩১০৩, ৩১০৭, ৩১০৯, ৩১১৩, ৩১২১, ৩১৩৯, ৩১৪২, ৩১৪৬, ৩১৪৭, ৩১৫৮, ৩১৬১, ৩১৭১, ৩১৮৩, ৩১৮৮, ৩১৯২, ৩১৯৩, ৩১৯৬, ৩২০০, ৩২০২, ৩২০৪, ৩২১৮, ৩২২৫, ৩২২৬, ৩২৩৯, ৩২৪১, ৩২৪২, ৩২৪৫, ৩২৫৮, ৩২৬২, ৩২৬৩, ৩২৬৪, ৩২৮০, ৩২৮৪, ৩২৯৭, ৩২৯৮, ৩৩০৭, ৩৩০৮ = ৪০৩ জন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউর প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের। পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যতীত মোবাইল ফোন, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
করোনাভাইরাসের কারণে মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।