৪টি প্রতিষ্ঠানে ‘সহকারী প্রোগ্রামার’ পদে নির্বাচিত ৪০ জন

ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় চার প্রতিষ্ঠানের ‘সহকারী প্রোগ্রামার’ পদে ৪০ জন প্রার্থী নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। চারটি প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।  

২০১৮ সালভিত্তিক ৪০টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের লক্ষ্যে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় হয় ৮ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। দুই পরীক্ষার প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা থেকে ৪০ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

সোনালী ব্যাংকের জন্য ‘সহকারী প্রোগ্রামার’ পদে নির্বাচিত হয়েছেন ৮ জন। রোল নম্বরগুলো হলো ১৪৯০, ২২৩৮, ২৪২৩, ৩১৩৫, ৩২৬৯, ৪০৪২, ৪০৬৫, ৫০০৩।
জনতা ব্যাংকের জন্য নির্বাচিত হয়েছেন ২৫ জন। রোল নম্বরগুলো হলো ১২৩৭, ১৫২৫, ১৭৩৯, ১৮৫৮, ২১৬৩, ২৪৩২, ২৮১৪, ২৮৫৬, ৩১০২, ৩১২৮, ৩১৩৩, ৩২৯২, ৩৬৮৪, ৩৭৭১, ৩৮১৮, ৩৮২৮, ৪০৩৯, ৪২৮৭, ৪২৯৭, ৪৪০৫, ৪৪৪৩, ৪৫৭৬, ৪৭৯০, ৫৩২৯, ৫৫২১।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ‘সহকারী প্রোগ্রামার’ পদের জন্য নির্বাচিত হয়েছেন ৫ জন। রোল নম্বরগুলো হলো ১৬৯২, ২৭৩৯, ৩৭৫৮, ৩৮২৯, ৫৫৫৬।

আইসিবির জন্য নির্বাচিত ২ জনের রোল নম্বর হলো ৩৩৫১ ও ৩৯২৩।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, নিয়োগসংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে। এ ছাড়া প্রকাশিত ফলাফল সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।