৪৪তম বিসিএস: প্রভাষকের শূন্য পদের তথ্য চেয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি)
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। তবে বিজ্ঞপ্তি জারির নিমিত্তে সরকারি কলেজগুলোয় (সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজসহ) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তথ্য প্রেরণ জন্য একটি ছকও দিয়েছে মাউশি। ৭ এপ্রিলের মধ্য তথ্য চেয়ে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি গতকাল বুধবার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি টিটি কলেজসহ সরকারি কলেজগুলোর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের শূন্য তথ্য চাওয়া হয়েছে। বিষয়ভিত্তিক প্রভাষকের মোট সৃষ্ট পদ, কর্মরত ও শূন্য পদে তথ্য ছকে জরুরি ভিত্তিতে [email protected] ঠিকানায় ৭ এপ্রিলের মধ্যে পাঠানোর অনুরোধ করেছে মাউশি।

*মাউশির বিজ্ঞপ্তি এখানে দেখুন