৭ ব্যাংকের ৭৭১ সিনিয়র অফিসার পদের ভেরিফাইয়ের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা

বাংলাদেশ ব্যাংক

সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে যাঁরা ভেরিফাই না করার জন্য প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে পারেননি, তাঁদের ভেরিফাই করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ জেনারেল (২০১৮ সালভিত্তিক) পদ ৭৭১টি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সংরক্ষিত প্রার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশন ফরমের নির্ধারিত ঘরে Txn ID নম্বর বসিয়ে ফি প্রদানের ভেরিফিকেশন সম্পন্ন করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত Tracking Page সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। গতকাল সোমবার ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট প্রার্থীদের এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ও ৭ অক্টোবর প্রবেশপত্র ডাউনলোড করতে বলেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।

পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।