Tag questions
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের Part-A অংশের Tag questions-এর Rules নিয়ে আলোচনা করব।
12. Nothing subject হিসেবে বসলে (বাক্যটি না-বোধক) Tag করতে not বাদে সাহায্যকারী ক্রিয়া +it? করতে হয়।
a. Nothing comes form nothing, does it?
b. Nothing was said, was it?
13. Neither, never, hardly, seldom, barely, ever, scarcely, few, little-এগুলো Negative অর্থাত্ না-বোধক অর্থ প্রদান করে। তাই Tag করতে positive/affirmative verb বসিয়ে Tag বরকে হয়—
a. Neither of them lodged an allegation, did they?
b. My uncle seldom visits us, does he?
c. She hardly came here, did she?
4. The glass contains little water, does it?
5. I have few friends, have I? (আমার বন্ধু নেই বললেই চলে)
6. It hardly rains in winter, does it?
14. Complex sentence-এর Tag করতে Principal clause অনুযায়ী Tag করতে হয়—
1. She said that she was right didn't she?
2. If it rains they will not play, will they?
[N.B: বোর্ড কর্তৃপক্ষের নির্দেশে Sub-ordinate clause অংশের Tag করলেও নম্বর দেওয়া হয়; কিন্তু নিয়ম Principal clause অংশের Tag করা।]
15. 'And' দ্বারা যুক্ত দুটো third person subject হলে Tag করতে subject plural হয়, ফলে verbও plural হবে—
1. Reba and Rani are friends, aren't they?
কিন্তু 'and' দ্বারা যুক্ত দুটো subject দ্বারা single idea (একটি মাত্র idea) বোঝালে Subject Singular হবে—
1. Bread and butter is my favourite food, isn't it?
16. 'And' দ্বারা যুক্ত একাধিক Subject-এর মধ্যে First person I/we থাকলে Tag করতে we হবে—
1. She and I are sisters, aren't we?
2. You, he and I went home together, didn't we?
1st person
3. I he and you are guilty, aren't we?
কিন্তু 'and' দ্বারা একাধিক subject যুক্ত হলেও তার মধ্যে First person I/we না থাকলে 2nd ও 3rd person থাকলে Tag করতে Subject you হবে-
1. You and he are on the committee, aren't you?
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা