ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে নতুন কমিটি হয়েছে। এতে আরিফুল ইসলাম সভাপতি ও সিউল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীরা হলেন সহসভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক মালিহা ওয়াদুদ, অর্থ সম্পাদক এম দিদারুল করিম সিকদার, সাংগঠনিক সম্পাদক অরিত্র অঙ্কন মিত্র, প্রচার সম্পাদক তাসলিমা আক্তার।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে দাউদ রশিদ, প্রমা সঞ্চিতা, এস এস আল আরেফিন ও নিয়াজ শুভ নির্বাচিত হয়েছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ হোসেন। নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যালামনাই অফিয়া পিনা এই ফলাফল ঘোষণা করেন।