ইসলাম ও নৈতিক শিক্ষা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
প্রশ্ন: রিসালাত কাকে বলে?
উত্তর: নবি-রাসুলের কাজ বা দায়িত্বকে রিসালাত বলে।
প্রশ্ন: খাতামুন্নাবিয়্যিন অর্থ কী?
উত্তর: সর্বশেষ নবি।
প্রশ্ন: সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি কে ছিলেন?
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি ছিলেন।
প্রশ্ন: কাকে খাতামুন্নাবিয়্যিন বলা হয়?
উত্তর: হযরত মুহাম্মদ (সা.)কে খাতামুন্নাবিয়্যিন বলা হয়।
প্রশ্ন: নবি-রাসুলগণের শিক্ষার মূল কথা কী?
উত্তর: নবি-রাসুলগণের শিক্ষার প্রধান মূলকথা হলো তাওহিদ অর্থাত্ আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই।
প্রশ্ন: নবি-রাসুলগণের জীবনের লক্ষ্য কী ছিল?
উত্তর: মানুষের জীবন মঙ্গলময় করা ও মানুষের কল্যাণ সাধন করা ছিল নবি-রাসুলগণের জীবনের অন্যতম লক্ষ্য।
প্রশ্ন: ওহি কাকে বলে?
উত্তর: নবি-রাসুলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহি।
প্রশ্ন: কে নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন?
উত্তর: হযরত জিবরাইল (আ.) নবি-রাসুলগণের কাছে ওহি নিয়ে আসতেন।
প্রশ্ন: আল্লাহ কখন ক্ষমা করেন?
উত্তর: আল্লাহর কাজে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
প্রশ্ন: আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা?
উত্তর: আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হল নবি-রাসুলগণ।
প্রশ্ন: আমলনামা কাকে বলে?
উত্তর: মানুষের চলাফেরা, আচার-আচরণ, ভালোমন্দ, পাপ-পুণ্য, সবকিছু লিখে রাখা হয়। একে আমলনামা বলে।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর