এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১৪১. ১৫% ভ্যাটসহ মনিহারি ক্রয় ১০,০০০ টাকা। এর জন্য ডেবিট করতে হবে কোনটি?

ক. ক্রয় হিসাব

খ. মনিহারি হিসাব

গ. নগদান হিসাব

ঘ. ভ্যাট চলতি হিসাব

১৪২. চেক মারফত কোনো খরচ প্রদান করা হলে এর জন্য ক্রেডিট হবে কোনটি?

ক. ব্যাংক হিসাব খ. চেক হিসাব

গ. নগদান হিসাব ঘ. পাওনাদার হিসাব

১৪৩. মি. ইমনের নিকট থেকে চেক পাওয়া গেল। এখানে ক্রেডিট হবে কোনটি?

ক. প্রাপ্য হিসাব খ. নগদান হিসাব

গ. ব্যাংক হিসাব ঘ. ইমন হিসাব

১৪৪. অফিসের কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করল। এর জাবেদা কোনটি?

ক. বেতন খরচ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

খ. বেতন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

গ. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

ঘ. বেতন খরচ হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট

১৪৫. ভ্যাটসহ নগদে বিক্রয় করা হলো ২৮,০০০ টাকা। এর জন্য বিক্রয় হিসাবকে কত টাকা দ্বারা ক্রেডিট করতে হবে?

ক. ২৪,৩৪৮ টাকা

খ. ২৮,০০০ টাকা

গ. ৩০,৬৫২ টাকা

ঘ. ৩১,৬৫২ টাকা

১৪৬. কারবারে আন্তফেরত বা পণ্য ফেরত ১,০০০ টাকা হলে এর জাবেদা দাখিলায় কোন হিসাব খাতটি ক্রেডিট হবে?

ক. আন্তফেরত হিসাব

খ. প্রাপ্য হিসাব

গ. নগদান হিসাব

ঘ. প্রাপ্ত বাট্টা হিসাব

১৪৭. জাবেদাকে ‘দৈনিক বই’ বলা হয় কেন?

ক. প্রতিদিন লেনদেন লিপিবদ্ধ হয় বলে

খ. এই বইয়ের নিয়ম অনুসারে ব্যবসায় চালিত হয় বলে

গ. এ বইয়ে প্রতিদিনের তারিখ লেখা থাকে বলে

ঘ. প্রতিষ্ঠানের কর্মীরা দৈনিক এ বইয়ে স্বাক্ষর করে বলে

১৪৮. জাবেদা হলো একটি ব্যবসায়ের লেনদেনের কালানুক্রমিক লিপিবদ্ধকরণ।—উক্তিটির প্রবক্তা কে?

ক. হারম্যানসন

খ. এস এম ভট্টাচার্য

গ. অধ্যাপক এইচ ব্যানার্জি

ঘ. জেফরি স্লাটার

১৪৯. কোনটি অনুযায়ী জাবেদায় লেনদেন লিপিবদ্ধ করা হয়?

ক. হিসাবরক্ষণ নীতি

খ. দুতরফা দাখিলা পদ্ধতি

গ. মিলকরণ নীতি

ঘ. পূর্বপ্রকাশ নীতি

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৪১.খ ১৪২.ক ১৪৩.ঘ ১৪৪.ক ১৪৫.ক ১৪৬.খ ১৪৭.ক ১৪৮.ক ১৪৯.খ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন