এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?

ক. জাবেদাভুক্তকরণ

খ. লেনদেন শনাক্তকরণ

গ. শ্রেণিবিন্যাসকরণ

ঘ. সংক্ষিপ্তকরণ

২. হিসাববিজ্ঞানের ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. রেওয়ামিল ঘ. হিসাব চক্র

৩. নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়?

ক. জাবেদা খ. খতিয়ান

গ. নগদান বই ঘ. রেওয়ামিল

৪. নিচের কোনটি হিসাব চক্রের অংশ নয়?

ক. শনাক্তকরণ

খ. সত্যতা যাচাইকরণ

গ. লিপিবদ্ধকরণ

ঘ. শ্রেণিবিন্যাসকরণ

৫. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাব চক্রের কোন ধাপে?

ক. জাবেদাভুক্তকরণ

খ. খতিয়ানভুক্তকরণ

গ. রেওয়ামিল প্রস্তুতকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৬. নিচের কোনটি হিসাব চক্রের ধাপ নয়?

ক. জাবেদা

খ. আর্থিক বিবরণী

গ. নগদ প্রবাহ বিবরণী

ঘ. খতিয়ান

৭. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?

ক. জাবেদা

খ. লেনদেন শনাক্তকরণ

গ. খতিয়ান

ঘ. রেওয়ামিল

৮. হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?

ক. সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান

খ. লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান

গ. লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান

ঘ. সাধারণ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল

৯. হিসাব চক্রের ধাপ কয়টি?

ক. ৬টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ১০টি

১০. তোমার দৃষ্টিতে হিসাব চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?

ক. লেনদেন বিশ্লেষণ

খ. জাবেদাভুক্তকরণ

গ. খতিয়ানে স্থানান্তকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.ঘ ৩.গ ৪.খ ৫.গ ৬.গ ৭.খ ৮.খ ৯.ঘ ১০. ঘ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

গতকালের প্রকাশিত ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র