এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৫
৬১. বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯৮৬ খ. ১৯৮৪
গ. ১৯৮২ ঘ. ১৯৮০
৬২. প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—
i. সারশিল্পে
ii. রংশিল্পে
iii. বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. গ্রাফাইটকে অন্য কী নামে জানা যায়?
ক. কৃষ্ণসিসা খ. গ্যালভানাইজ সিসা
গ. ব্ল্যাক ডায়মন্ড ঘ. তরল সোনা
৬৪. বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়—
i. খনিজ তেল, বায়ুশক্তি
ii. সৌরশক্তি, বায়ুশক্তি
iii. ভূতাপ শক্তি, জৈব গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. বাংলাদেশের প্রধান কয়লাক্ষেত্র কোনটি?
ক. দিঘীপাড়া খ. খালাসীপাড়া
গ. বড়পুকুরিয়া ঘ. জামালগঞ্জ
৬৬. তরল সোনা বলা হয় কোনটিকে?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. ভূগর্ভস্থ পানি ঘ. খনিজ তেল
৬৭. গ্রিক শব্দ ‘গ্রাফাইট’ অর্থ কী?
ক. আমি লিখি খ. আমি পড়ি
গ. আমি শিখি ঘ. আমি জানি
৬৮. মোম কোন খনিজের উপজাত দ্রব্য?
ক. কয়লা খ. খনিজ তেল
গ. চুনাপাথর ঘ. লৌহ আকরিক
৬৯. ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র কত সালে স্থাপিত হয়?
ক. ১৯৬৭ খ. ১৯৮৫
গ. ১৯৬০ ঘ. ১৯৬১
৭০. লিমোনাইট কিসের আকরিক?
ক. স্বর্ণ খ. লৌহ
গ. রৌপ্য ঘ. সিসা
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৬১.ক ৬২.খ ৬৩.ক ৬৪.গ ৬৫.গ ৬৬.ঘ ৬৭.ক ৬৮.খ ৬৯.ক ৭০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন