এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৩১. উক্ত প্রাণীটির—
i. চলাচলের জন্য সিটা বিদ্যমান
ii. রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত
iii. পৌষ্টিক নালি সম্পূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি থেকে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
৩২.‘Q’ চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরের কোন অংশ থেকে সৃষ্টি হয়?
ক. এপিমিয়ার খ. মেসোমিয়ার
গ. হাইপোমিয়ার ঘ. এন্ডোমিয়ার
৩৩. ‘P’ চিহ্নিত অংশটি থেকে vertebrata উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তন হয়—
i.মেরুদণ্ড
ii.মস্তিষ্ক
iii.সুষুম্নাকাণ্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি থেকে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
৩৪. চিত্রের উভয় প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
ক. অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল
খ. লেজ হেমোসার্কাল
গ. দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত
ঘ. ফুলকারন্ধ্র উন্মুক্ত
৩৫. চিত্র ক–এর প্রাণীর—
i. পুচ্ছ পাখনা হোমোসার্কাল
ii. মুখছিদ্র প্রান্তীয়
iii. পটকা ক্ষুদ্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়?
ক. রেডুলা খ. নেফ্রিডিয়া
গ. ট্রকোফোর লার্ভা ঘ. ট্যাগমাটা
৩৭.Scoliodon laticaudus এর আঁশ কোন ধরনের?
ক. সাইক্লয়েড খ. প্ল্যাকয়েড
গ. টিনয়েড ঘ. গ্যানয়েড
৩৮.Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
ক. দেহ অপ্রতিসম
খ. দেহ কিউটিকল দ্বারা আবৃত
গ. দেহ খোলক দ্বারা আবৃত
গ. বহিঃকঙ্কাল কণ্টকময়
৩৯. কোন পর্বভুক্ত প্রাণীরা স্যুডোসিলোমেট?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. নেমাটোডা ঘ. মলাস্কা
উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা মিউজিয়ামে ঘুরতে গেল। সেখানে সংরক্ষণ করা বিশাল আকৃতির হাঙর মাছ দেখে সে আনন্দিত হলো।
৪০. উল্লিখিত প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. Sarcopterygii
খ. Actinopterygii
গ. Chondrichthyes
ঘ. Cephalaspido morphi
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.খ ৩৮.ঘ ৩৯.গ ৪০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন