এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১.কোনটি মিথোজীবী প্রজাতি?

ক. Hydra vulgaris

খ. Hydra oligactis

গ. hydra gangetica

ঘ. Chlorohydra viridssima

২. হাইপোস্টোম কর্ষিকার সংখ্যা কত?

ক. ২–৪টি খ. ৩–৫টি

গ. ৫–৮টি ঘ. ৬–১০টি

৩. হাইড্রা কত স্তরবিশিষ্ট প্রাণী?

ক. এক স্তর খ. দুই স্তর

গ. তিন স্তর ঘ. চার স্তর

৪. হাইড্রার নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়?

ক. দেহকাণ্ডে খ. কর্ষিকায়

গ. হাইপোস্টোমে ঘ. পাদচাকতিতে

৫. হাইড্রার ধীরগতির চলন কোনটি?

ক. লুপিং খ. গ্লাইডিং

গ. সমারসল্টিং ঘ. সাঁতার

৬. হাইড্রার পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটি?

ক. জাইগোট→ ব্লাস্টুলা→ মরুলা→ গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা→ পূর্ণাঙ্গ

খ. জাইগোট→ গ্যাস্ট্রুলা→ মরুলা→ হাইড্রুলা→ ব্লাস্টুলা→ পূর্ণাঙ্গ

গ. জাইগোট→ মরুলা→ ব্লাস্টুলা→ গ্যাস্ট্রুলা→ হাইড্রুলা→ পূর্ণাঙ্গ

ঘ. জাইগোট→ গ্যাস্ট্রুলা→ মরুলা→ হাইড্রুলা→ ব্লাস্টুলা→ পূর্ণাঙ্গ

৭. ঘাসফড়িংয়ের মস্তকে ওসেলাস কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৮. ঘাসফড়িংয়ের মুখে ম্যাক্সিলার সংখ্যা কয়টি?

ক. একটি খ. এক জোড়া

গ. তিনটি ঘ. তিন জোড়া

৯. গ্যাস্ট্রিক গ্রন্থির আকৃতি কী রূপ?

ক. গোলাকৃতির খ. কোণাকৃতির

গ. ডিম্বাকৃতির ঘ. ষড়ভূজাকৃতির

১০. ল্যাবিয়াল পা কত সন্ধিবিশিষ্ট?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ঘ ২.ঘ ৩.খ ৪.খ ৫.খ ৬.গ ৭.খ ৮.খ ৯.খ ১০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

গতদিনের প্রকাশিত জীববিজ্ঞান ২য় পত্র অধ্যায় ১ এর বহুনির্বাচনি প্রশ্ন