পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বিদ্রোহী : বহুনির্বাচনি প্রশ্ন
বিদ্রোহী
৩১. গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে?
ক. স্টাভরেজি খ. ক্রিস মারাগোডাকিস
গ. অ্যাপোলো ঘ. জো মাইলোগ
৩২. ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী কে?
ক. কবি নিজেই খ. মহাদেব
গ. মজলুম ঘ. চেঙ্গিস খান
৩৩. ‘বিদ্রোহী’ কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কী?
ক. সাম্যবাদ
খ. মানবমুক্তি
গ. অত্যাচারীর অত্যাচারের অবসান
ঘ. মজলুমের সাহায্য
৩৪. কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্র্যে পতিত হওয়ার কারণ কী?
ক. পিতার মৃত্যু খ. মাতার মৃত্যু
গ. প্রথম বিশ্বযুদ্ধ ঘ. দেশভাগ
৩৫. কাজী নজরুল ইসলাম কীভাবে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক. ‘বিদ্রোহী’ কবিতা রচনার মাধ্যমে
খ. সৈনিক হিসেবে যোগদানের মাধ্যমে
গ. প্রাইমারি শিক্ষকতার মাধ্যমে
ঘ. লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে
৩৬. কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দলে যান কেন?
ক. ভয় পান না বলে
খ. শোষণের আইন মানেন না বলে
গ. মানবতার মুক্তি চান বলে
ঘ. সমাজের সংস্কার চান বলে
৩৭. কবি বীরকে চির উন্নত মম শির বলার কারণ কী?
ক. সমাজে ঊর্ধ্ব অবস্থান বোঝাতে
খ. বীর যোদ্ধা বলে
গ. প্রতিবাদে অবিচল বোঝাতে
ঘ. প্রতিবাদে উন্নত বোঝাতে
৩৮. শিব বা মহাদেবকে ধূর্জটি বলার কারণ কী?
ক. কপালে আগুন বলে
খ. শ্মশানে থাকে বলে
গ. সিদ্ধি খায় বলে
ঘ. ধূম্ররূপী জট বলে
৩৯. ‘আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুংকার।’ এখানে ‘ইস্রাফিলের শিঙ্গার’ সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্ট
৪০. ‘লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ।’ উদ্দীপকের চরণদ্বয় ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?
ক. সত্য প্রকাশের চেতনা
খ. প্রতিবাদী চেতনা
গ. মানবমুক্তির প্রয়াস
ঘ. সংগ্রামী চেতনা
সঠিক উত্তর
বিদ্রোহী: ৩১.গ ৩২.ক ৩৩.গ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.খ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন