এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র । অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

২১. একজন নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। সুপারভাইজারের পক্ষে তার কাজ নিয়ন্ত্রণে নিচের কোনটি উত্তম পদ্ধতি?

ক. পাট

খ. ব্যক্তিগত পর্যবেক্ষণ

গ. বাজেট

ঘ. অভ্যন্তরীণ নিরীক্ষা

২২. নিয়ন্ত্রণের কোন পদক্ষেপটি পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত?

ক. কার্যফল পরিমাপ

খ. আদর্শ মানের সঙ্গে তুলনা

গ. বিচ্যুতির কারণ অনুসন্ধান

ঘ. সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

২৩. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কয়টি পদক্ষেপ বিদ্যমান?

ক. ৫ খ. ৬

গ. ৭ ঘ. ৮

২৪. ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ কোনটি?

ক. প্রশিক্ষণ খ. নির্দেশনা

গ. প্রেষণা ঘ. নিয়ন্ত্রণ

২৫. SWOT-এর পূর্ণ রূপ কী?

ক. Strength, Weakness, offer & Tie

খ. Strength, Weakness, Opportunity & Threat

গ. Strength, Weakness, Opportunity, Threat

ঘ. Softness, Weakness, Opportunity & Threat

২৬. একটি আদর্শ নিয়ন্ত্রণ ব্যবস্থার আবশ্যকীয় উপাদানগুলো হলো—

i. মিতব্যয়িতা

ii. ভবিষ্যৎমুখিতা

iii. দৃষ্টান্ত স্থাপন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

দিলীপ বাবু কম্বল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তাঁর বিভাগের বার্ষিক উৎপাদন টার্গেট ছয় লাখ একক, যার দুই-তৃতীয়াংশ কম্বল উৎপাদিত হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। অন্য মাসগুলোতে উৎপাদন সমান থাকে।

২৭. ছয় লাখ একক উৎপাদনের টার্গেটকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কী নামে অভিহিত করা হয়?

ক. বাজেট খ. কোটা

গ. আদর্শমান ঘ. লক্ষ্য

২৮. উদ্দীপক বিবেচনায় দিলীপ বাবুর জুলাই মাসে উৎপাদন টার্গেট কত থাকে?

ক. ২০ হাজার

খ. ২৫ হাজার

গ. ৩০ হাজার

ঘ. ৪০ হাজার

২৯. নিয়ন্ত্রণের সুবিধা কোনটি?

ক. এটি কর্মীদের উৎসাহ বাড়ায়

খ. এটি কর্মীদের দায়িত্ব বৃদ্ধি করে

গ. এটি কার্যক্ষেত্রে পথ নির্দেশ করে

ঘ. এটি বিচ্যুতি সংশোধনে সহায়তা করে

৩০. ব্যবস্থাপনা প্রক্রিয়ায় মুদ্রার এপিঠ ও ওপিঠ কোনটি?

ক. পরিকল্পনা ও নিয়ন্ত্রণ

খ. সংগঠন ও কর্মিসংস্থান

গ. নির্দেশনা ও নেতৃত্ব

ঘ. পরিকল্পনা ও সংগঠন

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.ক ২৭.গ ২৮.খ ২৯.ঘ ৩০.ক

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন