পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৮
১১. এস্টেট প্রথায় সমাজে মূলত কয়টি শ্রেণি ছিল?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১২. জেন্ডার হলো মূলত—
ক. সামাজিক খ. শারীরিক
গ. জৈবিক ঘ. ঐতিহাসিক
১৩. সামাজিক নিরাপত্তার সঙ্গে যুক্ত—
i. পেনশন
ii. যৌথ বিমা
iii. মাতৃত্ব সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. কুতুবউদ্দিন আইবক
খ. শাহজাহান
গ. ইলতুৎমিশ
ঘ. আকবর
১৫. পরিবেশ নারীবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন—
ক. মারাই বুকিন
খ. জিম চেনি
গ. ওয়াবেন
ঘ. ফ্রাসোয়া দ্যো এবেনো
১৬. জেন্ডার ধারণাটির বিকাশ ঘটে কোন দশকে?
ক. ষাটের খ. সত্তরের
গ. আশির ঘ. নব্বইয়ের
১৭. এস্টেট বলতে কী বোঝানো হয়?
i. ভূসম্পত্তি বা খামার কিংবা সামাজিক শ্রেণি
ii. অর্থনৈতিক গোষ্ঠী
iii. রাজনৈতিক গোষ্ঠী
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮. এস্টেট প্রথায় সমাজে মূলত কয়টি শ্রেণি ছিল?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৯. কোনটি সামাজিক অসমতার সামাজিক উপাদান?
ক. বুদ্ধি খ. ক্ষমতা
গ. বয়স ঘ. জাতিগোষ্ঠী
২০. শ্রেণির সঙ্গে মূলত সম্পর্ক রয়েছে কোনটির?
ক. শিক্ষা খ. আর্থসামাজিক অবস্থান
গ. বয়স ঘ. রাজনৈতিক সম্পর্ক
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.খ
মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন