এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

১১. শুক্রাশয় থেকে নিঃসৃত হয়—

i. প্রোজেস্টেরন

ii. টেস্টোস্টেরন

iii. অ্যান্ড্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. AIDS কত সালে আবিষ্কৃত হয়?

ক. ১৯৬১ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৮১ সালে ঘ. ১৯৯১ সালে

১৩. বিশ্বে বর্তমানে কত লোক এইডসে আক্রান্ত?

ক. ২ কোটি ১০ লাখ

খ. ২ কোটি ২০ লাখ

গ. ২ কোটি ৩০ লাখ

ঘ. ২ কোটি ৪০ লাখ

১৪. প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কী বলে?

ক. ফল খ. বীজ

গ. ফুল ঘ. মূল

১৫. পুষ্পাক্ষের ওপর কতটি স্তবক পরস্পর সাজানো থাকে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১৬. রংবেরঙের বৃতি কোন কাজে সাহায্য করে?

ক. সালোকসংশ্লেষণে

খ. অভিস্রবণে

গ. ব্যাপনে

ঘ. পরাগায়নে

১৭. পরাগধানী ও পুংদণ্ডের সংযোগকারী অংশকে কী বলে?

ক. পোলেন খ. যুক্তধানী

গ. গর্ভাশয় ঘ. যোজনী

১৮. কোন ফলের পরাগদণ্ড দ্বিগুচ্ছ?

ক. শিমুল খ. সূর্যমুখী

গ. জবা ঘ. মটর

১৯. পরাগায়নের অপর নাম কী?

ক. পরাগ বিকাশ

খ. পরাগস্ফুটন

গ. পরাগ সংযোগ

ঘ. রেণুমিলন

২০. কোন ধরনের ফুল আকারে বড় হয়?

ক. পানিপরাগী খ. বায়ুপরাগী

গ. প্রাণিপরাগী ঘ. পতঙ্গপরাগী

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১১.গ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন