এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

১.ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কী বলে?

ক. ভিত্তি কোষ খ. এপিক্যাল কোষ

গ. শস্য কোষ ঘ. ধারক কোষ

২. শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?

ক. প্রকৃত ফল খ. অপ্রকৃত ফল

গ. সরস ফল ঘ. গুচ্ছফল

৩. চালতা কোন ফলের উদাহরণ?

ক. অপ্রকৃত খ. প্রকৃত

গ. গুচ্ছ ঘ. সরল

৪. নিষেকের মাধ্যমে প্রজনন ঘটলে তাকে কী বলে?

ক. অযৌন প্রজনন

খ. যৌন প্রজনন

গ. পরাগায়ন

ঘ. গ্যামেটোজেনেসিস

৫. নিষেকের মৌলিক তাৎপর্য হচ্ছে—

i. পুংজননকে সক্রিয় করে তোলে

ii. ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে

iii. ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. হরমোন কী থেকে নিঃসৃত হয়?

ক. নালিযুক্ত গ্রন্থি খ. নালিহীন গ্রন্থি

গ. রক্ত ঘ. এনজাইম

৭. বয়ঃসন্ধিকাল কী?

ক. কৈশোর ও তারুণ্যের সন্ধিকাল

খ. শৈশব ও কৈশোরের সন্ধিকাল

গ. তারুণ্য ও যৌবনের সন্ধিকাল

ঘ. কৈশোর ও যৌবনের সন্ধিকাল

৮. ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মধ্যে সংস্থাপিত হয়?

ক. ২-৩ দিন খ. ৩-৪ দিন

গ. ৪-৫ দিন ঘ. ৫-৬ দিন

৯. কত সপ্তাহে মুকুলের মতো অঙ্গাণু গঠিত হয়?

ক. ২ সপ্তাহ পর খ. ৩ সপ্তাহ পর

গ. ৪ সপ্তাহ পর ঘ. ৫ সপ্তাহ পর

১০. কত সপ্তাহ পর ভ্রূণকে ফিটাস বলা হয়?

ক. ৪ সপ্তাহ খ. ৮ সপ্তাহ

গ. ২৮ সপ্তাহ ঘ. ৩৮ সপ্তাহ

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১.ক ২.ক ৩.ক ৪.খ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

এসএসসি ২০২২-এর পদার্থবিজ্ঞানের পড়াশোনা