এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১. FV–এর পূর্ণ রূপ কোনটি?

ক. Future Value

খ. Futuring Value

গ. Future Valued

ঘ. Future Values

২. PV–এর পূর্ণ রূপ কোনটি?

ক. Present Value

খ. Presenting Value

গ. Past Value

ঘ. Presented Values

৩. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?

ক. চক্রবৃদ্ধিকরণ

খ. বাট্টাকরণ

গ. বার্ষিক বৃত্তি

ঘ. গুণকরণ

৪. বর্তমান মূল্য (PV) নির্ণয়ের সূত্র কোনটি?

ক. ভবিষ্যৎ মূল্য/(১+সুদের হার) বার্ষিক মেয়াদ

খ. ভবিষ্যৎ মূল্য/(১-সুদের হার) বার্ষিক মেয়াদ

গ. ভবিষ্যৎ মূল্য × (১+সুদের হার) মেয়াদ

ঘ. ভবিষ্যৎ মূল্য × (১-সুদের হার) মেয়াদ

৫. ‘i ’ দিয়ে কোনটি প্রকাশ করা হয়?

ক. সময়

খ. সুদের হার

গ. চক্রবৃদ্ধি ও সংখ্যা

ঘ. ভবিষ্যৎ মূল্য

৬. সময়ের সঙ্গে অর্থের মূল্য সব সময় কী হয়?

ক. পরিবর্তন

খ. অপরিবর্তন

গ. চলমান

ঘ. স্থিতিশীল

৭. অর্থের সময়মূল্যের মূল কারণ কী?

ক. সময়ের হিসাব

খ. বাজারমূল্য

গ. সুদের হার

ঘ. পণ্যের মূল্যহার

৮. নিচের কোনটি ভবিষ্যৎ মূল্যকে নির্দেশ করে?

ক. PV খ. FB

গ. FV ঘ. PB

৯. অর্থের ভবিষ্যৎ মূল্য (FV) নির্ণয়ের সূত্র কোনটি?

ক. বর্তমান মূল্য/(১+সুদের হার) বার্ষিক মেয়াদ

খ. বর্তমান মূল্য/(১-সুদের হার) বার্ষিক মেয়াদ

গ. বর্তমান মূল্য × (১+সুদের হার) মেয়াদ

ঘ. বর্তমান মূল্য × (১-সুদের হার) মেয়াদ

১০. বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. n খ. i

গ. m ঘ. PV

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.গ ৮.গ ৯.গ ১০.গ

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন