এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১১. EAR–এর পূর্ণ রূপ কোনটি?

ক. Evalued Annual Rate

খ. Efficient Annual Rate

গ. Eaming Annual Rate

ঘ. Effective Annual Rate

১২. ভোগ্যপণ্য হলো—

i. প্রাইভেট কার

ii. কলকারখানার মেশিন

iii. টিভি ও আসবাবপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. প্রকৃত সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. r খ. i

গ. n ঘ. EAR

১৪. মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রয়োজন—

i. সুদের হার

ii. কিস্তির মেয়াদ

iii. বার্ষিক কিস্তির সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. ‘রুল ৭২’ বলতে কী বোঝো?

ক. একটি ৭২ নম্বর আইন

খ. একটি ৭২ নম্বর ধারা

গ. বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয়পদ্ধতি

ঘ. ৭২ নম্বর সিদ্ধান্ত

১৬. যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কী বিবেচনা করতে হয়?

ক. ঋণের বহির্মূল্য

খ. ঋণের অন্তর্মূল্য

গ. কিস্তির বর্তমান মূল্য

ঘ. ঋণ পরিশোধের ক্ষমতা

১৭. ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি কিসের সম্মুখীন হতে পারে?

ক. ঋণগ্রস্ত খ. অলাভজনক

গ. ক্ষতিগ্রস্ত ঘ. দেউলিয়া

১৮. একটি পণ্যের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে প্রয়োজন—

i. বর্তমান মূল্য

ii. সুদের হার

iii. ভবিষ্যৎ মূল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. অর্থের ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে?

ক. প্রকৃত সুদের হার

খ. বাট্টাকরণ

গ. চক্রবৃদ্ধিকরণ

ঘ. সরলীকরণ

২০. ব্যাংক থেকে ভোগ্যপণ্য কেনার জন্য যে ঋণ নেওয়া হয়, তাকে কী বলে?

ক. উদ্যোক্তা ঋণ খ. কৃষিঋণ

গ. ভোক্তা ঋণ ঘ. ক্ষুদ্র ঋণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ঘ ১২.খ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.গ

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন