এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

২১. যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের ঋণের টাকা পরিশোধ করা কিসের মধ্যে পড়ে?

ক. ঐচ্ছিক খ. বাধ্যতামূলক

গ. উচিত ঘ. ঋণগ্রহীতার স্বাধীনতা

২২. জমির মূল্য ১০ বছরে দ্বিগুণ হলে সুদের হার কত হবে?

ক. ৫% খ. ৭.২%

গ. ১০% ঘ. ১৫%

২৩. কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে কী বলে?

ক. মূলধন ব্যয় খ. বিক্রয়ের ব্যয়

গ. সুযোগ ব্যয় ঘ. উৎপাদন ব্যয়

২৪. একটি পণ্যের বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন—

i. ভবিষ্যৎ মূল্য

ii. সুদের হার

iii. বার্ষিক মেয়াদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ব্যবসায় অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?

ক. মুনাফা খ. সুযোগ ব্যয়

গ. দায় ঘ. চলতি ব্যয়

২৬. কোন ক্ষেত্রে অধিক সুদ প্রদান করা হয়?

ক. সরল সুদে

খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে

গ. অবিরত চক্রবৃদ্ধিতে

ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও

"আমাদের আলো" একটি এনজিও। হাসান যদি ১০০ টাকা এনজিওতে রাখে, তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে?

২৭. হাসানের ১০০ টাকার বর্তমান মূল্য কত?

ক. ১০০ খ. ২০০

গ. ১১০ ঘ. ১২১

২৮. ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য কত হবে?

ক. ১০০ খ. ১০

গ. ১১০ ঘ. ১২০

২৯. বর্তমান ১০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত?

ক. ১০০ টাকা খ. ১০ টাকা

গ. ১১০ টাকা ঘ. ১২১ টাকা

৩০. হাসান কোন সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পেরেছে?

ক. বর্তমান মূল্য × (১+সুদের হার) বার্ষিক মেয়াদ

খ. বর্তমান মূল্য × (১-সুদের হার) মেয়াদ

গ. বর্তমান মূল্য/ (১-সুদের হার) মেয়াদ

ঘ. বর্তমান মূল্য / (১+সুদের হার) মেয়াদ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.খ ২২.খ ২৩.গ ২৪.ঘ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.ঘ ৩০.ক

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন