এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | সুভা : বহুনির্বাচনি প্রশ্ন

সুভা

১১. সুভাকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন কে?

ক. মা খ. বাবা

গ. বোন ঘ. ভাই

১২. সুভার বাবার নাম কী?

ক. প্রবীর রায় খ. অজিত কুমার

গ. রামসুন্দর ঘ. বাণীকণ্ঠ

১৩. সুভার বাবা তাঁর অন্য মেয়েদের অপেক্ষা সুভাকে একটু বেশি ভালোবাসার কারণ কী?

ক. ছোট মেয়ে হওয়ায়

খ. বাক্প্রতিবন্ধী হওয়ায়

গ. শান্ত প্রকৃতির হওয়ায়

ঘ. অনেক গুণের অধিকারী হওয়ায়

১৪. সুভার চোখ দুটো দেখতে কেমন?

ক. ছোট আকৃতির

খ. লালচে বর্ণের

গ. ডাগর ডাগর

ঘ. সুদীর্ঘ পল্লবের মতো

১৫. সুভার ওষ্ঠাধর কখন কচি কিশলয়ের মতো কেঁপে উঠত?

ক. ভাবের আভাস পেলে

খ. রেগে গেলে

গ. কান্না করলে

ঘ. খাওয়ার সময়

১৬. সুভার গ্রামের নাম কী?

ক. চণ্ডীপুর খ. রসুলপুর

গ. লোচনপুর ঘ. পাড়াতলী

১৭. বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল?

ক. নদীর পাশে

খ. নদীর ওপরে

গ. খালের পাশে

ঘ. শহরের কাছে

১৮. কাজকর্মের অবসর সময়ে সুভা কোথায় গিয়ে বসে?

ক. প্রতিবেশীদের বাড়িতে

খ. বন্ধুদের আড্ডায়

গ. গাছতলায়

ঘ. নদীর তীরে

১৯. কখন মাঝিরা ও জেলেরা খেতে যেত?

ক. সকালে খ. মধ্যাহ্নে

গ. অপরাহ্নে ঘ. রাত্রে

২০. প্রকৃতি কখন বিজনমূর্তি ধারণ করত?

ক. সকালে খ. দুপুরে

গ.বিকালে ঘ. সন্ধ্যায়

সঠিক উত্তর:

সুভা: ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন