default-image

অধ্যায় ৫

শূন্যস্থান পূরণ

প্রশ্ন: সমস্ত শক্তির মূল উৎস হলো ।

উত্তর: সূর্য

প্রশ্ন: শক্তি এক রূপ থেকে অন্য রূপে হতে পারে।

উত্তর: রূপান্তরিত

প্রশ্ন: সূর্য থেকে পাওয়া শক্তিকে বলে।

উত্তর: সৌরশক্তি

প্রশ্ন: শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থানের করতে পারে।

উত্তর: পরিবর্তন

প্রশ্ন: বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন ইত্যাদি চালাতে ব্যবহৃত হয়।

উত্তর: শক্তি

প্রশ্ন: কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের শক্তি।

উত্তর: যান্ত্রিক

প্রশ্ন: যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন

সৌরশক্তি শক্তিতে রূপান্তরিত হয়।

উত্তর: রাসায়নিক

প্রশ্ন: সৌর প্যানেল সৌরশক্তিকে শক্তিতে রূপান্তরিত করে।

উত্তর: বিদ্যুৎ

প্রশ্ন: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহকে বলে।

উত্তর: সঞ্চালন

প্রশ্ন: তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ

এই উপায়ে সঞ্চালিত হয়।

উত্তর: তিন

প্রশ্ন: কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়।

উত্তর: পরিবহন

প্রশ্ন: তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়।

উত্তর: পরিচলন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: শক্তির ৫টি রূপের নাম লেখো।

উত্তর: শক্তির ৫টি রূপের নাম হলো—

১. বিদ্যুৎশক্তি

২. আলোক শক্তি

৩. তাপশক্তি

৪. শব্দশক্তি

৫. যান্ত্রিক শক্তি।

প্রশ্ন: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কী কী?

উত্তর: তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া নিচে দেওয়া হলো—

১. পরিবহন

২. পরিচলন

৩. বিকিরণ।

প্রশ্ন: কীভাবে আলো সঞ্চালিত হয়?

উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

প্রশ্ন: পরমাণু কী?

উত্তর: পরমাণু হলো এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না।

প্রশ্ন: গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন করে?

উত্তর: গিটার শব্দশক্তি উৎপন্ন করে।

প্রশ্ন: শক্তি কী?

উত্তর: কোনো কিছু করার সামর্থ্যই হলো শক্তি।

প্রশ্ন: শক্তির মূল উৎস কী?

উত্তর: শক্তির মূল উৎস সূর্য।

প্রশ্ন: সৌরশক্তি কী?

উত্তর: সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি।

প্রশ্ন: শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।

প্রশ্ন: পদার্থ কী?

উত্তর: পদার্থ হলো অসংখ্য অণুর সমষ্টি।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন