অধ্যায় ৫

৩. আয়-ব্যয় প্রাক্কলনের পরবর্তী কাজ কোনটি?

ক. অর্থের সময়মূল্য নির্ধারণ

খ. দীর্ঘমেয়াদি অর্থায়ন

গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ

ঘ. নগদ প্রবাহ অনুমান

৪. মূলধন বাজেটিংয়ে আয়-ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে আয় বলতে কোনটিকে বোঝায়?

ক. সম্পত্তি বিক্রয়

খ. বিক্রয় থেকে অর্জিত অর্থ

গ. বেতন

ঘ. কাঁচামাল

৫. নিট মুনাফার সঙ্গে অবচয় যোগ করলে কী পাওয়া যায়?

ক. নগদ আন্তপ্রবাহ

খ. ক্রমযোজিত নগদ প্রবাহ

গ. পরিচালন নগদ প্রবাহ

ঘ. নগদ বহিঃপ্রবাহ

৬. মূলধন বাজেটিংয়ের ব্যর্থতার দায় কাকে নিতে হয়?

ক. অর্থ বিনিয়োগকারীকে

খ. ঋণদাতাকে

গ অর্থ ব্যবস্থাপককে

ঘ. প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীকে

৭. নগদ বহিঃপ্রবাহ কীভাবে ঘটে?

ক. মুনাফার মাধ্যমে

খ. নিট মুনাফার মাধ্যমে

গ. মোট খরচের মাধ্যমে

ঘ. মোট ক্ষতির মাধ্যমে

৮. মূলধন বাজেটিং কোন ধরনের সিদ্ধান্ত?

ক. ঝুঁকিযুক্ত খ. ঝুঁকিমুক্ত

গ. লাভজনক ঘ. অলাভজনক

৯. আয়-ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে ব্যয় নিচের কোনটি?

ক. বিক্রয় থেকে অর্জিত অর্থ

খ. কাঁচামাল খরচ

গ. দালানকোঠা

ঘ. জমি ক্রয়

১০. একটি কোম্পানির নিট মুনাফা ৮ লক্ষ টাকা এবং অবচয় ৩ লক্ষ টাকা হলে, নগদ আন্তপ্রবাহ কত?

ক. ৫ লক্ষ খ. ৩ লক্ষ

গ. ৮ লক্ষ ঘ. ১১ লক্ষ

১১. মূলধন বাজেটিং প্রক্রিয়ার কয়টি ধাপ রয়েছে?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ২টি

১২. নিচের কোনটি স্থায়ী প্রকৃতির খরচ?

ক. অবচয় খ. কাঁচামাল

গ. কর্মচারীর বেতন ঘ. পরিচালনা ব্যয়

১৩. ভবিষ্যতের নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করা যায় কীভাবে?

ক. নগদ প্রবাহ প্রাক্কলন

খ. চক্রবৃদ্ধিকরণ

গ. মূলধন বাজেটিং

ঘ. বাট্টাকরণ

১৪. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?

ক. গড় মোট মুনাফা + গড় বিনিয়োগ

খ. গড় নিট মুনাফা¸গড় বিনিয়োগ´১০০

গ. গড় নিট মুনাফা´গড় বিনিয়োগ´১০০

ঘ. গড় নিট মুনাফা¸গড় বিনিয়োগ¸১০০

১৫. কোন পদ্ধতিতে ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময় নির্ণয় করা হয়?

ক. নিট বর্তমান মূল্য পদ্ধতি

খ. অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি

গ. পে ব্যাক সময় পদ্ধতি

ঘ. গড় মুনাফার হার পদ্ধতি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল